তাহিরপুর সংবাদদাতা
মার্চ ৩০, ২০২০
১১:৩২ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩১, ২০২০
০১:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিজ বাড়িতে ট্রলি চাপায় এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সকালে নিজ বাড়িতে হ্যান্ড ট্রলি চাপায় ঐ শিশুর মৃত্যু হয়। নিহতের নাম রবিন মিয়া (১০)।
নিহত শিশু উপজেলা শ্রীপুর উ. ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার দুই ছেলে বাড়ির সামনের বালুচর থেকে নিজ বাড়ি ভরাট করার জন্য হ্যান্ড ট্রলি দিয়ে মাটি আনতে যায়। হ্যান্ড ট্রলি ভর্তি করে মাটি নিয়ে আসার সময় ট্রলিটি উল্টে শিশু রবিন নিচে চাপা পড়ে। তখন গাড়িতে থাকা বড় ভাই হাবিবুল্লাহ চিৎকার করলে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে কিন্তু শিশু রবিন ঘটনাস্থলেই মারা যায়।