জগন্নাথপুরে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ৩০, ২০২০
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২০
০৫:২৭ পূর্বাহ্ন



জগন্নাথপুরে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জের জগন্নাথপুরের মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন মিয়া (২২) নামের এর যুবক নিহত হয়েছেন।

 

আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণ পাড়-রৌয়াইল সড়কের সূবর্ণকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মোটরসাইকেল চালক ওই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আছকন মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে স্থানীয় রানীগঞ্জ বাজারের উদ্দেশে বের হন রিপন। উল্লেখিত স্থানে পৌঁছামাত্র তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।