মিয়ানমার থেকে আসা সাড়ে ৪ লাখ ইয়াবার চালান জব্দ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২৫
০৮:৪৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২৫
০৯:৪৫ অপরাহ্ন



মিয়ানমার থেকে আসা সাড়ে ৪ লাখ ইয়াবার চালান জব্দ

মিয়ানমার থেকে আসা সাড়ে ৪ লাখ ইয়াবার চালান জব্দ


কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদীর পাড়ে অভিযান পরিচালিত করে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। 

টেকনাফ ব্যাটালিয়নের (২-বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এ তথ্যের ভিত্তিতে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দুইটি দল অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীরা দুইটি বস্তা ফেলে নদী সাঁতরে পালিয়ে যায়। এসময় অন্য পাচারকারীরা সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। 

তিনি আরও জানান, তারা বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।

জিসি / ০৫