স্থানীয় সরকার নয় আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২২, ২০২৫
০৭:৩৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২৫
০৮:১৩ অপরাহ্ন



স্থানীয় সরকার নয় আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

স্থানীয় সরকার নয় আগে সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ


নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয় আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা ২০২৬ এর প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন। তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চেষ্টা চলছে।

সভায় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত ৩৫ হাজার তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি।

জিসি / ০১