আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৮, ২০২৪
০২:২৯ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২৪
০২:২৯ পূর্বাহ্ন



আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর

আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর


রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জানান, তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে, শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।  

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ আসামিকে আদালতে হাজির করেন।

বুধবার ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতাকে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আমু ঝালকাঠি-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

জিসি / ০২