জিন্দাবাজারে আখড়া কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০৬, ২০২৫
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২৫
০৩:৩১ পূর্বাহ্ন



জিন্দাবাজারে আখড়া কমিটি পুনর্গঠন

শিবব্রত ভৌমিক চন্দন, জিডি রুমু s


জিন্দাবাজারে রাধাগোবিন্দ জিউর আখড়া কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কিশোর কুমার কর। এসময় শহরের বিপুল সংখ্যক ভক্তবৃন্দ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। 

সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে শিবব্রত ভৌমিক চন্দনকে সভাপতি, জিডি রুমুকে সাধারণ সম্পাদক এবং প্রদীপ কুমার দেবকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

এদিকে, জিন্দাবাজারস্থ ঐতিহ্যবাহী গোবিন্দ জিউর আখড়া মন্দিরে অনুষ্ঠিত সাধারণ সভায় হামলার অভিযোগ ওঠেছে। মন্দিরে ‘অবৈধভাবে বসবাসকারী’ জিতেন দেবনাথ, রাহুল দেবনাথ, শান্ত দেবনাথসহ কয়েক জন সভায় হামলা করেন বলে অভিযোগ নতুন কমিটির সদস্যদের। এতে ঐক্যফ্রন্ট সিলেট মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে রাজু, পূজা পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি মলয় পুরকায়স্থসহ কয়েক জন আহত হন। এই ঘটনার পর সিলেট কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন পুনর্গঠিত কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন।

তিনি অভিযোগ করেন, অভিযুক্ত পরিবার দীর্ঘদিন ধরে মন্দিরের দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে নিজেদের নামে দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন। সম্প্রতি দেবোত্তর সম্পত্তি থেকে তাদের উচ্ছেদের কার্যক্রম শুরু হলে তারা প্রতিশোধমূলকভাবে এই হামলা চালান।


এএফ/০১