সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৮, ২০২৪
০২:১৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৮, ২০২৪
০২:১৯ পূর্বাহ্ন
জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের পদত্যাগ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
কামাল উদ্দিন আহমেদ ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জিসি / ০১