সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২৪
০১:৫৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২৪
০১:৫৭ অপরাহ্ন
সোনার দাম ভরিতে কমল ১৩৬৫ টাকা
দেশের বাজারে সোনার দাম কমেছে। এবার ভরিপ্রতি দাম কমেছে ৯৪৫ থেকে ১ হাজার ৩৬৫ টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত মূল্য তালিকার নির্ধারিত দামে আজ থেকে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।
বাজুসের মূল্য তালিকায় দেখা গেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা। দাম কমেছে ১ হাজার ৩৬৫ টাকা।
২১ ক্যারেটের ভরির দাম পড়বে ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৩০৬ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের ভরিতে ১ হাজার ১২০ টাকা কমে দাম হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩১৩ টাকা।
জিসি / ০৪