দেশের দুই বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২৭, ২০২৪
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২৪
০৭:০৫ অপরাহ্ন



দেশের দুই বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

দেশের দুই বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা


রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে।

জিসি / ০১