সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪
০৮:০৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২৪
০৮:০৭ অপরাহ্ন
সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াসী দিনারকে (৪১) আটক করেছে বড়লেখা থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকার শ্বশুরবাড়িতে থেকে তাকে আটক করা হয়। দিনার সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।
সূত্র জানায়, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে ছিলেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে সিলেটে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
বড়লেখা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বিনয় রায় শনিবার সকাল সাতটায় সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে আটকের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করলেও প্রথমে তিনি তার নাম-পরিচয় দিতে অস্বীকৃতি জানান। পরে অবশ্য নাম-পরিচয় বললেও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এএফ/০৩