নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৪
০৫:৪১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২৪
০৫:৪১ অপরাহ্ন
সিলেটের পুলিশ কমিশনার মো. জাকির হোসেন জানিয়েছেন, সিলেট মহানগরের ৬টি থানায় স্বল্প পরিসরে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে লুট হওয়া অস্ত্র উদ্ধারেও কাজ চলছে।
আজ রবিবার (১১ আগস্ট) সকালে সিলেট নগরের ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ কমিশনার মো. জাকির হোসেন বলেন, ‘খুব শিগগিরই পুলিশের সকল সেবাদান কার্যক্রম চালু হবে।’
তিনি বলেন, ‘দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়ি আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারের আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।’
ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ে আরো সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্য কাজে যোগ দিতে শুরু করেছেন। অন্যান্যদের কাজে যোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জের আওতাধীন ৩৯টি ও মহানগর এলাকার ৬টি থানা এবং ৩টি ফাঁড়িতে জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর হয়েছে।
এএফ/১১