বিয়ানীবাজার কলেজে ফয়সল চৌধুরীর অর্থায়নে সুপেয় পানির ফিল্ডার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২৫
০৯:২৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২৫
০৯:২৫ অপরাহ্ন



বিয়ানীবাজার কলেজে ফয়সল চৌধুরীর অর্থায়নে সুপেয় পানির ফিল্ডার


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর অর্থায়নে এবং বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসের তিনটি একাডেমিক ভবনে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে এগুলো স্থাপন করেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, কলেজ ছাত্রদল সভাপতি রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মাবিয়া আলম রুহান, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান রেদোয়ান, সহ-সভাপতি সাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেন, কলেজ ছাত্রদল নেতা আলমাছ হোসেন, সালমান আহমদ, ওয়াজেদ সুজেল, তাহমিদ আহমদ ও জিবান আহমদ প্রমুখ। শিক্ষার্থীদের নিরাপদ পানীয় জলের সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে ফিল্টার স্থাপনে অর্থায়ন করায় ফয়সল আহমদ চৌধুরীর প্রতি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অভিনন্দন ও ধন্যবাদ জানান।


এএফ/০৩