সিলেট সীমান্তে আজও ধরা পড়লো প্রায় কোটি টাকার পণ্য

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৪, ২০২৫
০৩:৪৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২৫
০৩:৪৮ অপরাহ্ন



সিলেট সীমান্তে আজও ধরা পড়লো প্রায় কোটি টাকার পণ্য

সিলেট সীমান্তে আজও ধরা পড়লো প্রায় কোটি টাকার পণ্য


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) এসব পণ্য জব্দ করা হয়

সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, কালাইরাগ, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি কর্তৃক পরিচালিত এসব পৃথক অভিযানে ভারতীয় পেঁয়াজ, শাড়ি, স্কিন সানরাইজ ক্রিম, মেলনর ক্রিম, পন্ডস বিউটি ফেসওয়াশ, বডি স্প্রে, চিনি, শীতের কম্বল, জিরা, পান, চকলেট, সনপাপড়ি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি নৌকাও আটক করা হয়।

বিজিবি জানায়, সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ টাকা। সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক। জব্দ মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিসি / ০৪