সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫
০২:৩০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৫
০২:৩৯ অপরাহ্ন
গাংনীতে নার্সদের অবস্থান ধর্মঘট
নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদফতরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফরা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) গাংনী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ কর্মকর্তা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া নার্স-মিডওয়াইফরা জানান, তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরকে অন্য অধিদফতরে একীভূত করার অপচেষ্টা বন্ধ, জাতীয় নার্সিং কমিশন গঠন, প্রস্তাবিত নিয়োগবিধি অর্গানোগ্রাম স্ট্যান্ডার্ড সেটআপ ও ক্যারিয়ার পাথের অনুমোদন ও বাস্তবায়ন। এ ছাড়া উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদোন্নতি, সুপারনিউমেরারি পদোন্নতি কার্যকর, দ্রুত নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টর পদ ৯ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা নার্স মিডওয়াইফ সনদ স্নাতক (পাস) সমমান প্রদান এবং সকল গ্র্যাজুয়েট নার্স–মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালুর দাবি জানান তারা।
অবস্থান ধর্মঘটে নেতৃত্ব দেন নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার খাতুন ও আমেনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স রোকেয়া খানম, রাফিজা খাতুন, শাহিনা খাতুন, সাহারা খাতুন, আসমা আক্তার, মিম্মা খাতুন, রেখসোনা খাতুন, মিডওয়াইফ জান্নাতুল ফেরদৌস, নার্গিস পারভিনসহ অন্যান্য নার্সিং কর্মকর্তারা।
জিসি / ০২