সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫
১১:১৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৫
১১:১৬ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৬ নভেম্বর) বাদ এশা নগরের কুমারপাড়াস্থ কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতার জন্য দেশবাশীসহ নগবাসীর কাছে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রেদওয়ান আহমাদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল,সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, উপদেষ্টা এডভোকেট কামাল আহমদ, সিলেট জেলা বিএনপির সাংগঠিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান, তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি শাহেদ আহমদ চমন, সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা মন্তাজ হোসেন মুন্না, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ খান, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলগীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, কেম্পানীগঞ্জ যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, অ্যাডভোকেট নুরুল ইসলাম, জুরেজ আব্দুল্লাহ গোলজার,সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ইমতিয়ার হোসেন আরাফাত, ফয়েজ আহমদ, একরাম হোসেন।
দোয়া মাহফিল পূর্বে আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বিএনপির শক্ত হাতে হাল ধরেছিলেন দেশ মাতা বেগম খালেদা জিয়া। যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দলে পরিনত হয়েছে। জিয়াউর রহমানের পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে ফ্যাসিস্ট হাসিনা নানাভাবে ষড়যন্ত্র, অমানুষিক নির্যাতন করছে। তারপরও আপোষহীন দেশনেত্রী বেগম জিয়া করো কাছে মাতা নত করেন নি। ফ্যাস্টি হাসিনার অমানুষিক নির্যাতনের কারণে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। আমি সিলেটসহ দেশবাসীর কাছে আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ পাক যেন দেশ মাতাকে দীর্ঘায়ু ও সুস্থ্যতা দান করেন।
এএফ/০১