সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫
০২:০৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৫
০২:১২ অপরাহ্ন
লটারির মাধ্যমে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েননি: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিন ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবী কেউ বাদ পড়েননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, ৬৪ জেলার মধ্যে ১৮ জেলায় নতুন এসপি দেয়া হয়েছে। বাকিরা বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। তাদের শীগগিরই পদায়ন করা হবে।
উপদেষ্টা জানান, পুলিশ সুপারদের মতো ওসিদেরও শিগগিরই বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।
এসময় তিনি বলেন, সার নিয়ে নীতিমালা হচ্ছে। সেখানে রাজনৈতিকভাবে ডিলার নিয়োগের কোন সুযোগ থাকবে না। গ্যাসের দাম বাড়লেও সারের দাম আর বাড়বে না বলে জানান উপদেষ্টা।
পেয়াজের সংকট নিয়ে উপদেষ্টা বলেন, নতুন পেয়াজ আসতেছে, দাম বাড়ার আর সম্ভাবনা নেই। ব্যবসায়ীরা আমদানি করতে চাইলেও কৃষকের স্বার্থে আমদানির অনুমতি দেয়া হয়নি।
জিসি / ০১