নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৫, ২০২৪
১১:২২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২৪
০৭:৫৯ অপরাহ্ন
সিলেটের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, রাজনৈতিক নেতাদের বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে নগরের রাস্তায় রাস্তাঘ ঘুরে তিনি এ আহ্বান জানাচ্ছেন। এ সময় তিনি বলেন ‘বাড়িঘর, অফিস-আদালত, দোকানপাটে হামলাকারী দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বা তাঁদের উপাসনালয় রক্ষা করাও একজন সচেতন নাগরিকের কর্তব্য।’
আজ সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে একটি পিকআপে চড়ে মাইকযোগে প্রচার করেন।
মাইকযোগে প্রচারণাকালে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘এ দেশ আমাদের, নগর আমাদের। আমাদের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের অধীন ছিলাম। ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এটাকে রক্ষা করতে হবে। কোনো দুর্বৃত্তের দুর্বৃত্তায়নের কারণে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না। দুর্বৃত্তদের রুখতে হবে।’
বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘আমরা শুনেছি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব দৃর্বৃত্তপনা প্রতিহত করতে হবে। পাড়া-মহল্লায় কমিটি গঠন করে এসব অপশক্তিকে রুখতে হবে। কোনো অবস্থাতেই সিলেটের ধর্মীয় সম্প্রীতি আর ঐতিহ্য নষ্ট হতে দেওয়া চলবে না। যারা হামলা চালাচ্ছে, তারা গণতন্ত্রের দুশমন। তারা বিজয়কে কলঙ্কিত করতে চাইছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার দুর্বৃত্তদের রোখার আহ্বান জানাচ্ছি।’
প্রচারণা চলাকালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের বহনকারী পিকআপটি নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকা ঘুরে বিভিন্ন পাড়া-মহল্লায় যাচ্ছে।
এর আগে রাত পৌনে আটটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেটবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তাঁরা বিবৃতিতে বলেন, ‘কোনোভাবেই কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ও কোনো কিছুই ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা মুক্তিকামী জনতার নাম ভাঙিয়ে অপকর্ম শুরু করেছে। এদের প্রতিহত করতে হবে। যেখানেই এদের পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটের পুলিশ সুপারের কার্যালয়, একাধিক পুলিশ ফাঁড়িসহ সরকারি-বেসরকারি স্থাপনা, প্রতিমন্ত্রী-এমপি-মেয়রের বাসভবন, আওয়ামী লীগের নেতা, সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলরের বাসা-কার্যালয় এবং আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসায়ীদের দোকান-প্রতিষ্ঠানে একের পর এক হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপরই বিএনপি নেতারা পিকআপযোগে মাইকিংয়ে নামেন।
এএফ/১৬