সংকট নিরসনে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে সিসিক মেয়র ও জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৮, ২০২৪
০৭:১৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৪
০৮:২৩ পূর্বাহ্ন



সংকট নিরসনে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে সিসিক মেয়র ও জেলা প্রশাসক


সিলেট জেলা জুড়ে ডাকা পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

আজ বুধবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।


পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যা বলেন-


হঠাৎ করে ডাকা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীসাধারণ। সমস্যায় পড়েছিলেন এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।

পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।


এএফ/০৪