নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৪
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২৪
০৭:১১ পূর্বাহ্ন
ভারত থেকে অবৈধ পথে আসা ১৮ লাখ টাকা মূল্যের চিনিসহ একটি ট্রাক ও দুই চোরকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) টিলাগড় পয়েন্টে এক অভিযানে এসব চোরাই মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা সাইফুল ইসলাম ।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার কেশবপুরের মৃত সামাদ সরদারের ছেলে মাহবুবুর রহমান (৩২) ও একই জেলার কোতোয়ালী থানার অন্তর্গত খুড়কির বাবু ডালির ছেলে ইব্রাহিম হোসনে (২৫)।
সিলেট মহানগর পুলিশের বিজ্ঞপ্তিতে জানা গেছে, গ্রেপ্তারের সময় আসামিদের সঙ্গে থাকা ২৮৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। এসময় ভারতীয় চিনি বহন কাজে কাজে ব্যবহৃত নীল-হলুদ রং মিশ্রিত ট্রাক গাড়ি জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, ‘আসামীদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় মামলা দায়েরের পর তাদের ওইদিনই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এএফ/০২