ট্রাকে পাথরের নিচে ‘চিনির খনি’, ধরলো পুলিশ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ১৪, ২০২৪
০৫:৫৮ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ১৪, ২০২৪
০৫:৫৮ অপরাহ্ন



ট্রাকে পাথরের নিচে ‘চিনির খনি’, ধরলো পুলিশ


সিলেটের তামাবিলে ট্রাকে করে পাথরের নিচে লুকিয়ে পাচারকালে ২২৮ বস্তা চিনি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের খরিকাপুঞ্জি থেকে চিনির এ চালান জব্দ করা হয়।

এ ঘটনায় আটক করা হয়েছে সিলেটর কানাইঘাট উপজেলার আগফৌদ গ্রামের (ট্রাকচালক) মো. কুতুব উদ্দিন (২৭) ও একই গ্রামের (ট্রাকের হেলপার) শফিক আহমদ (৩৫)। 

হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) সিলেট অভিমুখী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৯৯২২) বিশেষ অভিযান চালায় পুলিশ। গাড়িটি তল্লাশি করে পাথরের নিচ থেকে ২২৮ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা।

তিনি বলেন, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এএফ/০৩