সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৪
০৩:৪০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১২, ২০২৪
০৩:৪০ পূর্বাহ্ন
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটগুলোর সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদ।
এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এরআগে এই মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ছিলেন সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।
নতুন সরকারের মন্ত্রিসভায় সিলেটের যে তিনজন ঠাঁই পেয়েছেন, এঁদের মধ্যে ডা. সামন্ত লাল সেন ও শফিকুর রহমান চৌধুরীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ ছাড়া আব্দুস শহীদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়।
নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি সিলেটের ৪ মন্ত্রীর। তারা হলেন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিদায়ী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সিলেট-১ আসনের সংসদ সদস্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য বিদায়ী পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য বিদায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
এএফ/০৮