এইডেড হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৩, ২০২৪
০৬:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২৪
০৬:৫৫ পূর্বাহ্ন



এইডেড হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ


সিলেট নগরের দি এইডেড হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বই উৎসব ২০২৪ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে স্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শমশের আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক স্বপন চক্রবর্ত্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল সিলেট এর পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চল সিলেট এর সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফসানুল করিম চৌধুরী। গীতা পাঠ করেন জিৎ কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফয়সল আহমদ। বক্তব্য রাখেন অভিভাবক বিলাস সিংহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তানিয়া আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএন/০২