সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৩
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ৩০, ২০২৩
০১:১৪ পূর্বাহ্ন
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনে নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, `জাতির পিতা বঙ্গবন্ধু সব সময় চাইতেন, বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। যেখানে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন করতে পারবে। কেউ কারও ধর্মীয় আচার পালনে বাঁধা দেবে না। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মালম্বী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় উপরোক্ত কথাগুলো বলেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে। আর এই অসাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণে শেখ হাসিনা সরকার অন্যান্য উদাহরণ।’
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেবের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শশাংক পাল এবং ছাত্রযুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দেবব্রত দেব শিমুলের যৌথ পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক যুক্তরাজ্য সনাতন এসোসিয়েশনের সাধারন সম্পাদক রবীন পাল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আলতাফুর রহমান সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল,সাধারন সম্পাদক শংকর সেন, ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, নিরঞ্জন সুত্র ধর, জয়ন্ত দেব যুব, তরনী বিশ্বাস, সোমা দেব প্রমুখ।
এএফ/০৮