সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩
০৫:২৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৩
১১:২০ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সিলেট-১ আসনে ৫ জন প্রার্থী আছেন।। কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় সবাইকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান এসময় সিলেট ১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে দলীয় প্রতীক বরাদ্দ দেন তিনি।
সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম; আওয়ামী লীগের প্রার্থী একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা; ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার; এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।
এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন। সেই সাথে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।
এই কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত আসন ভিত্তিক প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা চলমান থাকবে।
প্রতীক বরাদ্দ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রার্থীরা উপস্থিত ছিলেন। তবে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় সফরে কুয়েত থাকায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সহ সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ উপস্থিত ছিলেন।
এএফ/০৪