সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৩
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৩
০৬:০৪ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস ও স্বাধীনতার গৌরবময় ৫২ বছর পূর্তি উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব প্রেডিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও উন্নয়ন বিভাগ) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (উন্নয়ন ও আবাসিক) নেহাল মোহাম্মদ হাসনাইন, পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন বিভাগ) আব্দুল মোমিন ওরফে কয়ছর আহমদ, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, পরিচালক (আপ্যায়ন বিভাগ) মিসবা উদ্দিন চৌধুরী রূপন প্রমুখ।
এছাড়াও ক্লাবের নবীন প্রবীণসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব প্রেডিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীসহ অতিথিবৃন্দ।
এর আগে সকাল ৭টায় সিলেট সিলেট ষ্টেশন ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এএফ/০৩