নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৩
১২:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৩
১২:৫১ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে রবিবার সিলেটের ছয় প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদের মধ্যে জাকের পার্টির ২ প্রার্থী ও ও তৃণমূল বিএনপির এক প্রার্থী রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন দুই জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাকের পার্টির প্রার্থী আব্দুল হান্নান। সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আলতাফুর রহমান সুহেল, জাকের পার্টির মো. ছায়েদ মিয়া, সিলেট-৪ আসনে জাকের পার্টির মো. আলী আকবর এবং সিলেট-৫ আসনে তৃণমূল বিএনপির কয়ছর আহমদ কাওসার।
তফসিল অনুযায়ী, ১৭ ডিসেম্বর ছিল নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
এএফ/০৮