শাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

হাসান নাঈম, শাবিপ্রবি প্রতিনিধি


ডিসেম্বর ১৫, ২০২৩
০১:৩৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৫, ২০২৩
০২:০৯ পূর্বাহ্ন



শাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ


ক্যাম্পাসে সন্ধ্যা নামতেই হাজারো প্রজ্জ্বলিত মোমবাতিতে ফুটে উঠে বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা। ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল, গোলচত্বর, চেতনা-৭১ এর বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ব্যতিক্রমীভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসের সন্ধ্যায় এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। 

মোমবাতি প্রজ্বলনে অংশ নিতে আসা একাধিক শিক্ষক-শিক্ষার্থী জানিয়েছেন, সন্ধ্যা নামার পর ক্যাম্পাসে বাতির আলো নিবিয়ে দেওয়া হয়, তাতেই তবে ক্ষণিকের জ্বলে ওঠে মোমের আলো। এ আলো যেনো মুহূর্তেই শোকের ছায়াকে শক্তিতে পরিণত করে তোলেছে। তাতেই মোমের আলোয় আলোকিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একা কিংবা দলে বেঁধে অংশ নিচ্ছেন। 


মোমবাতি প্রজ্বলনে অংশ নিতে আসা একাধিক  শিক্ষার্থী জানান, মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে উজ্জীবিত মনে হচ্ছে। এদিনে জাতীয় চার নেতা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারাটা আমাদের জন্য গৌরবের। 

এদিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্জ্বলন প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এ আয়োজন করেছি। মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমাদের এ উদ্যোগ। 

তিনি বলেন, আলো মানেই শক্তি, আর সে শক্তিকে আরও রূপান্তরিত করতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছি। তাই আমাদোর শোককে আমাদের শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।


এএফ/১০