সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৩
০২:০২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২৩
০২:০২ পূর্বাহ্ন
নির্বাচন তফসিল বাতিল, দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, 'আমি আর ডামি' প্রার্থী দিয়ে ৭ জানুয়ারির নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে। সরকারের একতরফা নির্বাচন আয়োজন দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে।’
আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সিলেট নগরের আম্বরখানা পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘একতরফা নির্বাচন তফসিল বাতিল, সরকারের পদত্যাগ করে দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমানো’র দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখা।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, বাসদ সিলেট জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি জেলা সদস্য অ্যাডভোকেট নিরঞ্জন দাশ খোকন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডাঃ. হরিধন দাশ প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, 'আমি আর ডামি ' প্রার্থী দিয়ে ৭ জানুয়রির নির্বাচন ইতিমধ্যে প্রহসনে পরিণত হয়েছে। সরকারের একতরফা নির্বাচন আয়োজন দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে ‘ তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের মৌল চেতনা ও গণ আকাঙ্ক্ষার বিপরীতে দেশে আজ চরম আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম হয়েছে। বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের দমন-পীড়ন, সভা-সমাবেশে হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’
বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিল, নির্বাচনকালীন দলনিরেপক্ষ তদারকি সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলা ও ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।