নৌকার প্রার্থীর ‘সঙ্গে আছেন’ জাপা নেতা বাবুল

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ১৪, ২০২৩
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৪, ২০২৩
০১:১৮ পূর্বাহ্ন



নৌকার প্রার্থীর ‘সঙ্গে আছেন’ জাপা নেতা বাবুল


নিজের দল জাতীয় পার্টির সঙ্গে এখনো সমঝোতা হয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগের। তার আগেই সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ‘সঙ্গে’ থাকার ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম বাবুল। সঙ্গে এও বলেছেন, ‘এতে যদি দল আমাকে বহিষ্কার করে তবু আমার কিছু যায় আসে না।’

আজ বুধবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ সুরমার গোটাটিকরে নজরুল ইসলাম বাবুলের ব্যবসায়ীক কার্যালয়ে যান। সেখানে সাক্ষাৎ শেষে জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তাঁর পাশে ছিলেন।

জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, ‘মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পরিবার একটি অভিজাত পরিবার। তাঁর ভাই সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত সিলেটের উন্নয়নের অনেক কিছু করেছেন। তিনিও (পররাষ্ট্রমন্ত্রী) অসামান্য অবদান রেখে চলেছেন সিলেটের জন্য। এ অবস্থায় সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করাকে আমি উচিত মনে করিনি। তাই দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’ এসময় তিনি আরও বলেন, ‘এতে যদি দল আমাকে বহিষ্কার করে তবু আমার কিছু যায় আসে না। কারণ আমি পদের লোভে রাজনীতি করি না।’

বাবুলের এমন ঘোষণায় আপ্লুত ড. আব্দুল মোমেন বলেন, ‘এই মানুষটির (বাবুল) সঙ্গে আমার কোনো সখ্যতা নেই। নির্বাচন বিষয়ে কোনো আলাপও হয়নি। কিন্তু একটি ভিডিও দেখে তাঁর প্রতি আমার কৃতজ্ঞতাবোধ তৈরি হলো। তিনি বলেছেন- আমার জন্য তিনি দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাই আমার মনে হলো- তাঁর সঙ্গে একবার দেখা করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো দরকার।’

পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, ‘তিনি (বাবুল) সদ্য অনুষ্ঠিত সিসিক নির্বাচনে মেয়রপদে দাঁড়িয়ে নৌকার প্রার্থীর বিপক্ষে ৬০ হাজার (প্রকৃত ভোট সংখ্যা ৫০ হাজার ৮৬২) ভোট পেয়েছেন। সেটি কম কথা নয়। তিনি চাইলেই সিলেট-১ আসনে আমার বিরুদ্ধে লড়তে পারতেন। কিন্তু আমার জন্য সরে দাঁড়িয়েছেন, মনে হয়েছে তাঁর অন্তরটা বিশাল। তাঁর এই ছাড় দেওয়া সিলেটের সম্প্রীতির রাজনীতির একটি অনন্য উদাহরণ।’

জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাবুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল তাকে সিলেট-১ আসনে মনোনয়ন দেয়। দলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নির্বাচন না করার ঘোষণা দেন বাবুল। এরপর আজ তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে থাকার ঘোষনা দিলেন।


এএফ/০৯