নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৩
০৬:৪৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২৩
০৫:৫০ অপরাহ্ন
সিলেট শহরতলীর পরগনা বাজার সংলগ্ন খুনীরচক এলাকায় অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। রবিবার (১০ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরদিন সোমবার (১১ ডিসেম্বর) সকালে ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এই ঘটনায় সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর সিলেট শহরতলীর পীরের বাজারে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। পার্শ্ববর্তী পরগনা বাজার সংলগ্ন খুনীরচক এলাকায় পৌঁছার পর এক যুবকের খপ্পরে পড়ে সে। তাকে কৌশলে নির্জন স্থানে ধর্ষণ করেন যুবক। সকালে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।
তিনি জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিমকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষে তার ভাই মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ করছে।
এএফ/০৮