নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২৩
০৫:০০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২৩
১২:০৬ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের পর আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয় দিন সকাল ১১টায় আপিল শুনানি শেষে ডা. দুলালের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে ইসি।
বিষয়টি সিলেট মিরর-কে নিজে নিশ্চিত করেছেন ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনি বলেন, ‘শুনানি শেষে নির্বাচন কমিশন আমার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন।’
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. দুলাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য।
স্থানীয় আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, ইহতেশামুল হক চৌধুরী ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে পেশাগত জীবনেও আওয়ামী লীগ ঘরানার পেশাজীবী হিসেবে তিনি সুপরিচিত হন। তাঁর প্রয়াত বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক এ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে। ২০২১ সালের মার্চে করোনায় আক্রান্ত হয়ে এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। পরে উপনির্বাচনে এখানে জয়ী হন আওয়ামী লীগ-দলীয় প্রার্থী হাবিবুর রহমান। ওই উপনির্বাচনেও ইহতেশামুল দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
নির্বাচনে প্রার্থিতার বিষয়ে ইহতেশামুল হক চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে দলের যে কারও প্রার্থী হওয়ার বিষয়টি উন্মুক্ত করে দিয়েছেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্থানীয়ভাবে কার জনপ্রিয়তা বেশি, সেটা নেত্রীকে দেখানোর সুযোগ পেয়েছি। এই সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করছি। এই আসনের প্রতিটি পরিবার, গ্রাম ও মানুষ আমার অত্যন্ত আপনজন। সাধারণ মানুষের সুখী সমৃদ্ধ জীবন ও হাসিমাখা মুখ দেখতে পাওয়াই আমার জীবনের একমাত্র লক্ষ্য।’
দলীয় প্রধান যেহেতু নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন, তাই দলের নেতা-কর্মী থেকে শুরু করে এলাকাবাসী আমাকে নির্বাচন করার জন্য চাপ দিচ্ছেন। তাই তাদের চাপে প্রার্থী হতে সম্মত হয়েছি । আশা করি জণগণের অকুণ্ঠ সমর্থন নিয়েই আসনটি নেত্রীকে উপহার দিতে পারব।’
এএফ/০২