সিলেট ষ্টেশন ক্লাবের ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


ডিসেম্বর ০৯, ২০২৩
১০:১৩ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২৩
১১:১৫ অপরাহ্ন



সিলেট ষ্টেশন ক্লাবের ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত


বর্ণিল আয়োজনে সিলেট ষ্টেশন ক্লাবের পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। মেলায় আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শন উপস্থিতদের মুগ্ধ করে। 

আজ শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাবের ব্যাংকুয়েট হলে ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড মহিলা উপ-পরিষদ পিঠা উৎসবের আয়োজন করে।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, মহিলা উপ-পরিষদ সদস্য বিদ্যুৎ প্রভা সাহা, রহিমা খাতুন শিলা, সানিলা বানু, রেবেকা ইয়াসমিন, অর্চ্চনা বণিক, পাপিয়া দে, কৃষ্ণা চন্দ, উপদেষ্টাবৃন্দের মধ্যে নাজনিন হোসেইন, জেবুন্নাহার সেলিম, রওনক জাহান, সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের সদস্য (ব্যবস্থাপনা বিভাগ) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য (উন্নয়ন ও আবাসিক বিভাগ) নেহাল মোহাম্মদ হাসনাইন, সদস্য (সাংস্কৃতিক বিভাগ) অ্যাডভোকেট মো. তাহমিনুল ইসলাম খান, সদস্য (আপ্যায়ন বিভাগ) মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন।

এছাড়াও ক্লাব সদস্য ও পরিবারের সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।  





এএফ/১১