সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২৩
০৭:০৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৩
০৭:০৩ অপরাহ্ন
স্বৈরাচার পতন দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধভার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় বন্দরবাজারের কামরান চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসানের সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সনজয় কান্ত দাশের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি সিরাজ আহমদ, সিপিবি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রতন দেব,বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ,প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে রাজনৈতিক -অর্থনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বর্তমান আওয়ামী সরকার দেশে চরম ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে। সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ডামি প্রার্থী -কিংস্ পার্টি দিয়ে জনমত কে উপেক্ষা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের লক্ষ্যে ফরমায়েশি তফসিল বর্তমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলছে ‘
বক্তারা অবিলম্বে জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিলের আহ্বান জানান
বক্তারা নির্বাচনকালীন দল নিরেপক্ষ তদারকি সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য গণ আন্দোলন গড়ে তোলা ও ৭ জানুয়ারি ‘প্রহসনের নির্বাচন’ বর্জন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এএফ/১৩