লিবিয়া থেকে ফিরলেন আটক ১৪৩ বাংলাদেশি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৮, ২০২৩
১০:৩৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২৩
০৮:৪৮ পূর্বাহ্ন



লিবিয়া থেকে ফিরলেন আটক ১৪৩ বাংলাদেশি


লিবিয়ার বাজধানী ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরল ১৪৩ জন বাংলাদেশি।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে বোরাক এয়ারলাইন্সের (ইউজেড-০২২২) চাটার্ড ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ছাড়া পান তারা। ঢাকায় বিমানবন্দরে পৌঁছার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে পাঁচ হাজার ৮৯৬ টাকা ও খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।

প্রসঙ্গত, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে ফেরত আনা হবে।


এএফ/০৫