সিলেট -৬ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা সারোয়ার হোসেনের

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৭, ২০২৩
০৬:৪৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
০৬:৪৬ পূর্বাহ্ন



সিলেট -৬ আসনে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা সারোয়ার হোসেনের


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সারোয়ার হোসেন। 

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন।

ফেইসবুক পোস্টে তিনি লিখেন- ‘গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার উন্নয়ন এবং সর্বস্তরের জনগণের একজন সেবক হিসাবে পাশে থাকার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হবো ইনশাল্লাহ। আমার প্রবাসী ভাই বোন সহ সকলের দোয়া চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে মানুষ ও দেশকে ভালবাসেন আমিও এভাবে বাকি জীবনটুকু এলাকার গরীব দু:খি মেহনতী মানুষের পাশে থেকে কাটিয়ে দিতে চাই। জয়বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হউক মেহনতী মানুষের।’


সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) সংসদীয় আসন সবচেয়ে বেশি ১৫ জন নেতা আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে ছিলেন। বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছাড়াও এখানে দলের মনোয়ন চান কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির চৌধুরী শাফি, গোলাপগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো. জাকির হোসেন, আফসার খান সাদেক, মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, জুলিয়ান চৌধুরী রাহী, সামছুল ইসলাম বাচ্চু, আবুল কালাম মোহাম্মদ, শামসুজ্জামান, মো. মোদাব্বির হোসেন।

রবিবার দলের প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।


এএফ/০৫