বালাগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি শামীম, সম্পাদক ইমন

বালাগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২৭, ২০২৩
০৬:০৬ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
০৬:০৬ পূর্বাহ্ন



বালাগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি শামীম, সম্পাদক ইমন


সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ১৬ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যুগান্তর ও দৈনিক সিলেট মিরর-এর উপজেলা প্রতিনিধি শামীম আহমদ সভাপতি এবং মানবকণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি কবি-ছড়াকার আ.হ ইমন শাহ’কে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) রাত ১০টায় বালাগঞ্জ বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শিপন খান ও সহকারী কমিশনার সাংবাদিক কামরুল ইসলাম মাহি। 

উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় গোপন ভোটে সভাপতি- সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনে ভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাবের অন্যান্য হলেন, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ (দৈনিক মানবজমিন, দৈনিক একাত্তরের কথা), এসএম হেলাল (সবুজ সিলেট), যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমদ (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ জাগির হোসেন (সকালের সময়, জাগ্রত সিলেট), দপ্তর-প্রচার সম্পাদক তারেক আহমদ (দৈনিক উত্তরপুর্ব), সদস্য রজত চন্দ্র দাস ভুলন (দৈনিক বায়ান্ন, দৈনিক শুভ প্রতিদিন), শাহাব উদ্দিন শাহীন (সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা), মোহাম্মদ শিপন খান, জিল্লুর রহমান জিলু (সিলেটের ডাক), হুসাইন আহমদ, এমএ কাদির (শ্যামল সিলেট), আবুল কাশেম অফিক,  আহমেদ শহিদ রায়হান ও ম. আ মুকিত।

এদিকে প্রেসক্লাবের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



এএফ/০২