সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৩
০৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৭, ২০২৩
০৬:২২ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলায় যাত্রা শুরু করলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
রবিবার (২৬ নভেম্বর) উপজেলার গাছবাড়ি বাজারে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের গাছবাড়ি বাজার উপশাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক আজাদ হোসেন খান ও উপ শাখার ব্যবস্থাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান আহমেদ জুলকারনাইন মাসুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, ৮ নম্বর ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মেম্বার, বিশিষ্ট মুরুব্বি ওলিউর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক ভিপি আব্দুল মুহিত, ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক এসএভিপি সাব্বির হাসান, ন্যাশনাল ব্যাংক সুবিদবাজার শাখার ব্যবস্থাপক এসএভিপি শামীম আহমদ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের আঞ্চলিক প্রধান আহমেদ জুলকারনাইন বলেন, ‘ন্যাশনাল ব্যাংক সর্বোত্তম গ্রাহক সেবা দিতে বদ্ধপরিকর এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনার মাধ্যমে আরও বেশি মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে এনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ন্যাশনাল ব্যাংক অবদান রাখতে চায়।’
এএফ/০১