দুই দফা ত্যাগের ফল ‘নৌকা’ আবার পাচ্ছেন শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৬, ২০২৩
০৯:৪৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৯:৪৪ পূর্বাহ্ন



দুই দফা ত্যাগের ফল ‘নৌকা’ আবার পাচ্ছেন শফিক চৌধুরী

ওসমানীনগর আর বিশ্বনাথ নিয়ে গঠিত সিলেট-২ সংসদীয় আসন। যেখানে এককালে দাপট ছিল সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর। সেই ডাকসাইটে নেতাকে পরাজিত করে ২০০৮ সালে সাংসদ হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। তিনি তখন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

২০১৪ সালের নির্বাচনে দলীয় নির্দেশে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে সেখানে এমপি হন মোহাম্মদ ইয়াহইয়া চৌধুরী। তবে ২০১৮ সালে তিনি গণফোরাম প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন। 

নিজের জেতা ছেড়ে দেওয়ার পর ১০ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে শফিকুর রহমানের। যিনি এখন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তআর হাতে ফের নৌকার বৈঠা তুলে দিতে যাচ্ছে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য নিশ্চিত করেছেন এই তথ্য।

মনোনয়ন বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিলেট ২ আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন শফিকুর রহমান চৌধুরী। এছাড়া সিলেট-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ প্রার্থী হচ্ছেন। 

শফিকুর রহমান চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে অন্তঃপ্রাণ। মাননীয় প্রধানমন্ত্রী তাকে অত্যন্ত স্নেহ করেন। বঙ্গবন্ধু কন্যার আস্থার প্রতিদান দিয়ে তিনি সিলেট-২ আসন পুনরুদ্ধার করেছিলেন। পরবর্তীতে তিনি এই আসনে বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ করেন। গেল দুইবার তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলেও কখনো এই আসনের জনগণকে ভুলে যাননি। সুখে-দুঃখে সবসময় বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন।

আরসি-০৪