সিলেটের যেসব আসনে আওয়ামী লীগের নতুন মুখ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২৩
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৮:২১ পূর্বাহ্ন



সিলেটের যেসব আসনে আওয়ামী লীগের নতুন মুখ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবার পুরনো সংসদ সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগ বেছে নিয়েছে কিছু নতুন মুখকে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের এবার যেসব আসনে বর্তমান সংসদ সদস্যদের বাদ দিয়ে নতুন প্রার্থী দেওয়া হয়েছে তার একটা তালিকা পাওয়া গেছে। 

সূত্রের দেওয়া তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ-১ রনজিৎ সরকার, সুনামগঞ্জ-২ আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ-৪ সাবেক পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী নাদেল।

তালিকা অনুযায়ী সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের ছেড়ে দেওয়া একাধিক আসন এবার আওয়ামী লীগ রেখে দিতে চায়। এরমধ্যে ঢাকায় ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেননের আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের আসনটিও এবার আওয়ামী লীগ নিতে চায়। সেখানে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে চূড়ান্ত করা হয়েছে।

ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য সাদেক খানের আসনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে চূড়ান্ত করা হয়েছে। সাদেক খানের বিরুদ্ধে অভিযোগ থাকায় বাদ দেওয়া হয়েছে তাকে। 

তাছাড়া, ফরিদপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্যকে বাদ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকা-১০ আসনে নায়ক ফেরদৌসকে মনোনয়ন দেওয়া হয়েছে। মাগুরায় ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মনোনয়ন বোর্ডের এক সদস্য বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মধ্য থেকে অন্তত পাঁচজন নেতাকে নতুন করে মনোনয়ন দেওয়া হচ্ছে। টাঙ্গাইলে দুটি আসনের পরিবর্তন আসছে সেখানে একটিতে পেশাজীবী সংগঠনের নেতা ডা. কামরুল হাসান ও মামুনূর রশীদ মনোনয়ন পাচ্ছেন।

জামালপুর একটি আসনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও আরেকটি আসনে মারূফা আক্তার পপিকে বেছে নিয়েছে। নেত্রকোনায় দুটি আসনে বর্তমান দুই সংসদ সদস্য বাদ পড়েছেন। সেখানে একটিতে মোসতাক আহমেদ রূহী ও আহমেদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে বর্তমান সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাতকে বাদ দেওয়া হয়েছে। 

চট্টগ্রামে-১ নতুন প্রার্থী মাহাবুবুর রহমান রূহেল, চট্টগ্রাম -৫ এম এ সালাম, ঢাকা-১৪ যুবলীগ সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, ঢাকা-৪ সানজিদা খানম, চট্টগ্রাম-৪ এস এম আল মামুন’ চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী, ফরিদপুর-৩ জপলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ, রংপুর-৫ রাশেক রহমান, ঢাকা-৫ সজল মোল্লা ঢাকা-৭ সোলায়মান সেলিম, কক্সবাজার-১ সালাহ উদ্দিন চাঁদপুর-১ সেলিম মাহমুদ, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, ঢাকা-১১ ওয়াকিল উদ্দীন।

আরসি-০২