নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৩
০৬:১১ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৫:১৪ অপরাহ্ন
জমিয়ত থেকে পদত্যাগ করেছেন দলটি কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ জানানোর প্রেক্ষিতে দল থেকে পদ হারানোর একদিনের মাথায় শনিবার রাতে তিনি পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেন-প্রাণপ্রিয় দল জমিয়ত থেকে পদত্যাগ করলাম। আমাকে দল থেকে ঠেলে দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কারণ আমাকে যে দোষে দোষী সাব্যস্ত করা হলো, এই দোষে স্থায়ী কমিটির কমপক্ষে চারজন সদস্য সম্পৃক্ত। অথচ আমার সদস্য পদ স্থগিত করার আগে আমাকে টেলিফোনেও যোগাযোগ করা হয় নি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও দেয়া হলো না। যে দলের জন্য জীবন যৌবন সব হারালাম, সিলেটের অভিজাত এলাকা উপশহরের দুটি বাসা ও মধুবন মার্কেটের দোকান বিক্রি করলাম, সেই দল আমাকে পদত্যাগের দিকে ঠেলে দিলো। বিগত চল্লিশ বছর যাদের সাথে চলাফেরা করেছি, সকলের কাছে মাফ চাই।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জমিয়তে আসা কতিপয় বসন্তের কোকিল ও সিলেট বিদ্বেষী একটি চক্রের ষড়যন্ত্রের কারণে আমি আজ পদত্যাগ করতে বাধ্য হলাম। দু’একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সবকিছু পরিস্কার করবো।'
এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জরুল ইসলাম বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহীনুর পাশার পদ স্থগিত করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়নি। তিনি এখন দলের বিরুদ্ধে যে অভিযোগ করছেন, এটা শুধু হাস্যকরই নয়, তার নৈতিক পরাজয়ের আরেকটি প্রমাণ।"
এএফ/০১