সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৩
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৪:৫৩ পূর্বাহ্ন
জমকালো আয়োজন, নানা কার্যক্রম আর আকর্ষণীয় সব কনজুমার অফার নিয়ে আজ শনিবার (২৫ নভেম্বর) থেকে পূণ্যভুমি সিলেটে উদ্বোধন হলো যমুনা ইলেক্ট্রনিক্সের এক্সক্লুসিভ ডিলার শোরুমের ।
নগরের সোবহানীঘাট এলাকায় সন্ধানী ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সে এটি চালু হয়। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নগদ মূল্য ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সন্ধানী ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী বিশ্বজিৎ চন্দ-এর সভাপতিত্বে ও বিপ্লব দে’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অ্যান্ড কর্মাস এর সিনিয়র সহ-সভাপতি ফালাহউদ্দিন আলী আহমদ, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ডিজিএম রকিব আহমেদ, সেলস ডিজিএম মো. আলাউদ্দিন হোসেন, বিজনেস ডেভেলেপমেন্ট ম্যানেজার মো. সিফাত সাইদ, জোনাল ম্যানেজারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বলেন, দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে যমুনা গ্রুপ সদা নিবেদিত। কোটি কোটি মানুষের আস্থার পণ্য। যমুনার সঙ্গে ব্যবসায়ী অংশীদারীত্ব মানে আপনার ব্যবসায়ীক সমৃদ্ধি, ভবিষ্যৎ নিশ্চয়তা এবং সামাজিক স্বীকৃতি।’
এ শো-রুম থেকে গ্রাহকরা আর্ন্তজাতিক মানের যমুনা ব্র্যান্ডের ফ্রিজ, টিভি,এসি ও সকল হোম অ্যাপ্লায়েন্স ক্রয় করতে পারবেন। বিক্রয় পরবর্তী সার্ভিসও পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্য ক্রয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ নগদ মৃল্য ছাড় রয়েছে।
এএফ/০২