সাংবাদিক আহমদ ইয়াসিনের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৪, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন



সাংবাদিক আহমদ ইয়াসিনের মায়ের দাফন সম্পন্ন


দৈনিক সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক আহমদ ইয়াসিন খানের মা মাধুরী ইয়াসমিনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বাদ জুমআ দরগাহে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক আহমদ ইয়াসিন খানের মাতা মাধুরী ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে প্রকাশ বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেট নগরের পশ্চিম কাজল শাহ বাগবাড়ির মো. আব্দুর রাজ্জাক খানের স্ত্রী মাধুরী ইয়াসমিন ৫ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ৩/৪ দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হন।

মাধুরী ইয়াসমিন ছিলেন ৩ সন্তানের জননী। তাঁর একমাত্র ছেলে আহমদ ইয়াসিন খান সাংবাদিক। বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ও ছোট মেয়ে থাকেন ঢাকায়।


এএফ/০৫