নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২৩
০৪:২৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন
দৈনিক সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক আহমেদ ইয়াসিন খানের মায়ের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুম’আ হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু।
এতে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।
সাংবাদিক আহমদ ইয়াসিন খানের মাতা মাধুরী ইয়াসমিন গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে প্রকাশ বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিলেট নগরের পশ্চিম কাজল শাহ বাগবাড়ির মো. আব্দুর রাজ্জাক খানের স্ত্রী মাধুরী ইয়াসমিন ৫ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত ৩/৪ দিন ধরে ঠান্ডাজনিত সমস্যায় ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হন।
মাধুরী ইয়াসমিন ছিলেন ৩ সন্তানের জননী। তাঁর একমাত্র ছেলে আহমদ ইয়াসিন খান সাংবাদিক। বড় মেয়ে যুক্তরাজ্য প্রবাসী ও ছোট মেয়ে থাকেন ঢাকায়।
সিলেট মিরর পরিবারের শোক
এদিকে, দৈনিক সিলেট মিরর-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক আহমদ ইয়াসিন খানের মাতা মাধুরী ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সিলেট মিরর পরিবার। পত্রিকার সম্পাদক আহমেদ নূর, প্রকাশক ফয়সল আহমদ চৌধুরী ও নির্বাহী সম্পাদক জিয়াউস শামস শহীন এক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এএফ/০৩