অবরোধে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, পিকেটিং

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২৩
০৪:৫৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২৩
১২:২১ পূর্বাহ্ন



অবরোধে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, পিকেটিং


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে পিকেটিং করেছে স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর। 

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে নগরে বিক্ষোভ মিছিল বের করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। 

মিছিলে নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী এবং সদস‍্যসচিব আফসর খান।

মিছিল বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে সাধারণ মানুষ স্বতঃষ্ফুর্তভাবে  ষষ্ট দফায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ পালন করছে। সাধারণ মানুষের সমর্থন প্রমাণ করে সরকারের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।’

বিক্ষোভ মিছিল ছাড়াও নগরের বিভিন্ন স্থানে এসময় পিকেটিং করে সড়ক অবরোধ করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।


এএফ/০৬