নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৩
০৯:১৬ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
০৫:২১ অপরাহ্ন
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি এ ঘটনার জন্য বিএনপিকে করেন।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র। এসময় তাঁর সঙ্গে ছিলেন সিসিকের কাউন্সিলর লিপন বক্স, তাকবিরুল ইসলাম পিন্টু, মাজহারুল ইসলাম শাকিল প্রমুখ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন তা ইতোমধ্যে তারা প্রমাণ করেছে। ঢাকায় তারা পুলিশের ওপর হামলা করেছে, হত্যা করেছে। আজকের সিলেটে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল, ট্রেনটি যাত্রার জন্য দাঁড়িয়েছিল। যাত্রীরা উঠছিলেন। তখনই তারা যাত্রী বেশে ট্রেনে উঠে সেখানে পেট্রল ঢেলে আগুন দিয়েছে। এখানে প্রচুর হতাহত হওয়ার শঙ্কা ছিল। আল্লাহর অশেষ রহমতে কিছু হয়নি।’ তিনি বলেন, ‘ বিভিন্ন বয়সী মানুষ এই ট্রেনে যাতায়াত করার কথা ছিল বিভিন্ন জায়গায়। অনেক বাইরের লোকজন এখানে বেড়াতে এসেছিলেন, তাদেরকে হত্যা করার জন্য হামলা করেছে, আগুন দিয়েছে, পেট্রোল ঢেলে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনা দেখেছি, এর নিন্দা জানাই।’
আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এবং গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’
রেলস্টেশন পরিদর্শনে আসেন সিলেট রেল বিভাগের পুলিশ সুপার শেখ শরিফুল ইমলাম। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ট্রেনটি রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকা ছেড়ে যাওয়ার কথা। ৩ নম্বর প্লাটফর্মে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ধোঁয়া দেখা যায়। তিনি আরো জানান, কোচটির ভেতর থেকে দুটি বোতল পাওয়া গেছে যাতে পেট্রলের গন্ধ ছিল। প্রাথমিকভাবে এটা দেশব্যাপী চলমান নাশকতার অংশ হিসেবে দেখেছেন তারা।
সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেস ট্রেন রেল স্টেশনে দাঁড়িয়েছিল। রাত সোয়া ১১টায় ট্রেনটির সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। বগিতে আগুন দেখতে পেলে লোকজন ছোটাছুটি শুরু করেন। এসময় রেলওয়ে পুলিশের সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম। তিনি রাত ১২টার দিকে বলেন, ‘আনুমানিক সাড়ে ৯টার দিকে আমরা খবর পাই বগিতে আগুন লেগেছে। দৌড়ে বের হয়ে এসে দেখি আগুন জ্বলছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা এসে আগুন নেভায়।
এএফ/০৩