শাবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৩
০১:২৯ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
০১:২৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারীদের সংগঠন 'কর্মচারী ইউনিয়ন'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শাবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ছাদেক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।
অধ্যাপক ড. কবির হোসেন বলেন, ‘আপনাদের দাবি দাওয়াগুলো যুক্তিযুক্ত। বিশ্ববিদ্যালয়ের জীবন কর্মচারীদের সকলের সমস্যা আমি আপ্রাণ সমাধান করার চেষ্টা করেছি। উদাহরণ হিসেবে তিনি বলেন, কর্মচারীদের চাকরি বিষয়ক সকল নীতিমালা আমার হাতে লেখা। আমার মাঝে মধ্যে মনে হয়, কর্মচারীদের দোয়াই আমি প্রো-ভিসি হয়েছি।’
এসময় তিনি কর্মচারীদের অনুরোধের কন্ঠে বলেন, সংসারের মধ্যে শান্তিতে রাখার জন্য ত্যাগের নজির তুলে ধরেন। ধুমপানমুক্ত ক্যাম্পাস গড়ে তুলেন, সকাল ৭ টা থেকে পাঁচটা পর্যন্ত সততার সাথে কাজ করেন। আর এজন্য ৩২০ একরের এই ক্যাম্পাসকে আপনাদের নিজের মনে করতে হবে।
এছাড়া কর্মচারীদের কষ্টকর দিনাতিপাতের একাগ্রতার সঙ্গে মিলিয়ে উপ-উপাচার্য বলেন, আমি নিজেও দরিদ্র ঘরের সন্তান, মুক্তিযুদ্ধকালীন আমাদের দুঃসহনীয় জীবন যাপন করতে হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এমনকি তারা আমার এক সুন্দরী চাচীকে শ্লীলতাহানি করেছে। আমার বোন পাকদের ভয়ে শীতের পানিতে অবস্থান নেয়। পরে শীতের ঠান্ডায় অচেতন হয়ে সে মারা যায়। তখনকার সময়ে আটার জাও খেয়ে আমাদের জীবনযাপন করতে হয়েছে। এ দেশটা আমাদের অনেক কষ্টের ফসল। লাখো শহীদদের রক্তের অর্জিত ৫৬ হাজার বর্গমাইল অর্জিত দেশ।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. মুর্শেদ আহমদ ও সকল কর্মচারীবৃন্দ।
এএফ/১০