অবরোধ সফল, মির্জা আব্বাস ও আরিফুলের বাসায় হামলার প্রতিবাদে মদনমোহন ছাত্রদলের মিছিল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২৩
১১:১৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২৩
১১:১৪ অপরাহ্ন



অবরোধ সফল, মির্জা আব্বাস ও আরিফুলের বাসায় হামলার প্রতিবাদে মদনমোহন ছাত্রদলের মিছিল


বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে এবং বিএনপির দুই নেতা মির্জা আব্বাস ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় হামলার ঘটনার প্রতিবাদে সিলেট নগরে মিছিল করেছে মদন মোহন কলেজ ছাত্রদল। 

আজ বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে নগরের চৌহাট্টা এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মদন মোহন কলেজের আহবায়কের সদ্য দায়িত্ব পাওয়া আফজল হোসেনের নেতৃত্বে মিছিলটি চৌহাট্টা থেকে বের হয়ে মিরবক্সটুলায় গিয়ে শেষ হয়। 

এসময় ছাত্রদলের নেতারা দলের শীর্ষ নেতাদের বাসায় হামলার ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এএফ/০৭