সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩
০৫:০৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২৩
০৫:০৯ অপরাহ্ন
সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় আরজু মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের সেবা রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী আরজু শাহজালাল উপশহরের সি ব্লকের ৪৪ নম্বর সড়কের ৬৫ নম্বর বাসার আবদুল হাশেমের ছেলে। তিনি উপশহর এবিসি পয়েন্টে বালু-পাথরের ব্যবসা করেন।
জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে আরজু মিয়াকে ছুরিকাঘাত করে সাথে থাকা ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এএফ/০৪