খেলা ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩
০৫:০১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২৩
০৫:০১ অপরাহ্ন
ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে গড়ানোর আগেই রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে ছড়ায় উত্তাপ। দুই দলের সমর্থকরা জড়িয়ে পড়েন সংঘাতে। স্বাগতিক দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা সমর্থকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সমর্থকদেরও হাতাহাতি হয়।
পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়। বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন। পরিস্থিতিতে সামলানোর জন্য গ্যালারির দিকে ছুটে যান লিওনেল মেসি, মার্কোনিওসরা এবং শান্ত হতে বলেন সমর্থকদের। এরপর মেসিরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। এতে ম্যাচ পিছিয়ে যায় আধা ঘণ্টা।
ম্যাচের পর এই ঘটনা নিয়ে লিওনেল মেসি বলেছেন, 'অবশ্যই এটা খারাপ। তারা (পুলিশ) সমর্থকদের লাঠি চার্জ করছিল। কোপা লিবারতাদোসের ফাইনালে যেমনটা হয়েছিল।
সেখানে আমাদের অনেকের পরিবারের সদস্য ছিল। তাদের কথা ভাবতে হয়েছে। ম্যাচ খেলার চেয়েও তাদের কথা বেশি ভাবা জরুরি ছিল। এটাই মূল কারণ।'
ড্রেসিংরুমে ফিরে যাওয়ার কারণ হিসেবে মেসি বলেছেন,'সব কিছু শান্ত করতে চেয়েছিলাম। এ জন্য আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। পুলিশ লাঠিচার্জ করছিল। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাচ্ছিল।'
উত্তাপ ছড়ানো ম্যাচে অবশ্য শেষ হাসি আর্জেন্টিনার। নিকোলাস ওতামেন্দির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এএফ/০৩