সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন শমসের জামাল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২০, ২০২৩
১২:০৪ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২৩
০১:৪৮ পূর্বাহ্ন



সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিলেন শমসের জামাল


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে সংসদ সদস্যপদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল। 

আজ সোমবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এর দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে তিনি দলীয় আবেদন ফরম জমা দেন।

দলের প্রার্থী হতে চাওয়া প্রসঙ্গে শমসের জামাল বলেন, ‘দেশের জন্য, মানুষের জন্য সাধ্যমত কাজ করার চেষ্টা করি। আরো বড় পরিসরে কাজ করতে চাই। বিশেষ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সেজন্য আওয়ামী পরিবারের সদস্য হিসেবে দলের মনোনয়ন পেলে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কমী হিসেবে কাজ করতে চাই। 

প্রসঙ্গত, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এবং সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হকের জ্যেষ্ঠ পুত্র।


এএফ/০৩